স্টাফ রিপোর্টার।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও খোঁজখবর নিচ্ছেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান। ২৬ শে আগস্ট রবিবার চাঁদপুর শাহারাস্তি উপজেলা বন্যার্তদের খোঁজখবর নিচ্ছেন জেলা প্রশাসক এ সময় তিনি আশ্রন কেন্দ্র পরিদর্শন করেন। আশ্রয় কেন্দ্র ও বন্যাকবলিত এলাকার অনেকে খাদ্য সংকটে ভুগছে মানুষ। ত্রাণগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে । খাদ্য প্যাকেট তৈরি করছে সেগুলো পরিদর্শন করছেন জেলা প্রশাসন ।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আনিসুর রহমান ও সংশ্লিষ্ট অংশীজন।