নিউজ ডেস্ক:
গত ২৯ আগষ্ট, ২০২৪ খ্রি. রোজ বৃহস্পতিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’ এর আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কোয়ার্টারের ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সংক্রান্ত ০৪টি স্তম্ভের আলোকে করণীয় নির্ধারণ’ বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়। ডা. মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় হাজীগঞ্জের শতাধিক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, চাঁদপুর জেলা’ এর সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক রুহুল আমীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, চাঁদপুর জেলা’ এর সম্মানিত সেক্রেটারি জনাব গোলাম ফারুক মোহাম্মদ ইয়াহইয়া।