পিরোজপুরে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মতবিনিময় সভা

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর শাখার নেতৃবৃন্দ। রোববার রাতে পিরোজপুর প্রেসক্লাবের হলরুমে তারা এ মতবিনিময় করেন। এতে অন্যান্যদের মধ্যে সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ
আইম্মা পরিষদ এর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এর সঞ্চালনায় এবং সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান। এ সময় সাংবাদিক খালিদ আবু, ইমাম হোসেন মাসুদ, শফিকুল আজম, জিয়াউল হক, তামিম সরদার, দিপঙ্কর মাতা মিন্টু, গাজী নাসির উদ্দিন সেলিম,আবু মোহাম্মদ জুবায়ের জনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেন, বিগত আওয়ামী শাসনামলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই এবং স্বাধীনভাবে নিজেদের মতামতও প্রকাশ করতে পারে নাই। এমনকি বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে বেশ কয়েকটি গণহত্যা চালিয়েছে। তবে বর্তমানে মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। আর এ স্বাধীনতা ধরে রাখতে হলে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহবান জানান তারা।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৪:৩৫)
  • ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১