এস আর শাহ আলম:
সোমবার বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাঃ এর শুভ জন্ম দিন উপলক্ষে চাঁদপুর পুরানবাজার মধু সূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা মিলাদ ও দোয়া এবং কোরয়ান তালোয়াত নাতে রাসুল গজল প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,
সকাল ১১ টার সময় বিদ্যালয়ের হল রুমে ঈদুল মিলাদুন নবী উপলক্ষে শুরুতেই কোরয়ান তালোয়াত করেন, এর পরে নবীজীর জীবন কাহিনি তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাশ, তিনি বিশ্ব নবীর জীবন কাহিনি খুব সুন্দর ভাবে তুলে ধরে বলেন শান্তির সৃস্টিতে বিশ্ব নবীর তুলনা নেই, তিনি মানুষের মাঝে বিবাদ সৃষ্টি না করে মানুষের সাথে মানুষের আত্বার মিলন ঘটিয়েছেন, যাহা মানব জীবনে এক নক্ষত্র হয়ে আজও চলমান আছে।
সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইন,এর উপস্থাপনায়
কোরয়ান ও গজল এবং নাতে রাসুন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগি পাঠ করেন, সে সময় অনান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুর রহমান
সহকারী শিক্ষক বিশ্বজিৎ চন্দ,সহকারী শিক্ষক মামুন মজুমদার সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, সহ আরো অনেকে পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হন কুরআন তেলোয়াতে ক শাখায় ১ম সাকিব হাওলাদার ৭ম ২য় তুবা ইসলাম ও বৃষ্টি আক্তার ৭ম
৩য় হাবিবা আক্তার ৬ষ্ঠ খ শাখায় ১ম. জাকিয়া আক্তার ৮ম ২য়. সুমাইয়া আক্তার ৮ম
৩য়. তানজিন আহমেদ সোহান ৮ম এছারা গজল প্রতিযোগিতায় ক শাখায় ১ম সাকিব হাওলাদার ষষ্ঠ
২য় হাবিবা ৬ষ্ঠ, বিজয়ী প্রতিযোগিদের কে ধর্মীয় বই পুরস্কার তুলে দিয়ে মিলাদ ও দোয়া এবং মুনাজাত অনুষ্ঠিত করে তবারক বিতরণ করেন।