হাজীগঞ্জে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী ॥ হাজার হাজার আশেকে রাসুলের অংশগ্রহণ

 

হাজীগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ জোহর দরবার শরীফ থেকে এই জুলুছ বের হয়। ইমামে রাব্বানী আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রঃ)’র মাজার জিয়ারত এবং মিলাদ কিয়ামের মাধ্যমে জুলুছ শুরু হয়। জুলুছে নেতৃত্ব দেন আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ মাখদুম শাহ আল-মাদানী। কয়েক হাজার আশেকে রাসুল নবী প্রেমিক সুন্নী মুসলমান জুলুছে অংশ নিয়ে নারায়ে তাকবির আর নারায়ে রিসালাত, মারহাবা ইয়া রাসুলাল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ শ্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে তোলে। এছাড়া সকলের মুখে ছিল দরূদ, সালাম, নাতে রাসুলসহ নানা নবী বন্দনা। জুলুছ দরবার শরীফ থেকে বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার ঘুরে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়। দরবার শরীফ মসজিদে এ সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আলোচনা করেন ওলামায়ে কেরাম।

ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের আহ্বায়ক মাওলানা এএইচএম আহসান উল্লাহ আবেদী এবং সদস্য সচিব মাওলানা গাজী মোহাম্মদ আবদুর রাহিমও আলোচনা করেন। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা শাহজালাল আবেদী। সবশেষে তবররুক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৩:৫৩)
  • ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১