স্টাফ রিপোর্টার:
‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’ এর আয়োজনে ‘হাজীগঞ্জ উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন (রেজিষ্ট্রেশন নং – কুমি- ৩৫)’ এর ৩৫জন শ্রমিকের অংশগ্রহণে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১৫-০৯-২০২৪খ্রি. হতে ১৯-০৯-২০২৪খ্রি. পর্যন্ত ৫দিন মেয়াদী ‘৮১ তম শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠিত হয়েছে। শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর এর মেডিকেল অফিসার ও আয়ন ব্যয়ন কর্মকর্তা জনাব ডা. মেহেদী হাসান শুভ এর পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, চাঁদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চাঁদপুর শাখার উপ আঞ্চলিক পরিচালক মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা সমাজসেবা কার্যালয়, ফরিদগঞ্জ, চাঁদপুর এর উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ শিশু হাসপাতাল এর মেডিকেল অফিসার ডা. আজিজুল আহাদ নিলয়, চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবক জনাব মাহাবুব আলম সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।