লক্ষ্মীপুরে নিহত চেয়ারম্যান সেলিম খানের বাড়ীতে যৌথবাহিনীর অভিযান

 

এস আর শাহ আলম:

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহুল আলোচিত নিহত চেয়ারম্যান সেলিম খানের বাড়ীতে যৌথবাহিনী অভিযান চালায়। ১৮ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ওসি মো: বাহার মিয়া।

তিনি জানান, গত ১৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সেলিম খানের গ্রামের বাড়ীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেন।

এ সময় তার বাড়ী থেকে শর্টগানের খোসা, পিস্তলের বাক্সসহ নানা সামগ্রী উদ্ধার করে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই দিন সন্ধ্যায় এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়ে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত ইউপি চেয়ারম্যান ও বালুখেকো সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান। পরে দুজনকেই পিটিয়ে হত্যা করে জনতা।

এ সময় সেলিম খানের লাইসেন্স করা একটি পিস্তল ও একটি শর্টগান খোয়া যায়। ওই অস্ত্রের সন্ধানে সেনাবাহিনী ও পুলিশ তৎপর হলে ঘটনার ১০ থেকে ১২ দিন পর জেলা সদরের বাগাদী এলাকার মো. এহসান মেম্বার নামের এক ব্যক্তি শর্টগানটি পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে এখনও খোয়া যাওয়া পিস্তলটির খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৪:৫০)
  • ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১