এস আর শাহ আলম:
মাহফুজুর রহমান শান্ত” এই নামের ফেক আইডি দিয়ে দীর্ঘদিন যাবত তার এই নামের আইডি থেকে চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড এর বিএনপির রাজনীতির সাথে জড়িত একাধিক ব্যক্তিদের নিয়ে ষড়যন্ত্রমুলক ভাবে মিথ্যা বানোয়াট হেয়মুলক পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে,তারই ধারাবাহিকতায় জেলা তাঁতি দলের আহবায়ক ও জেলা বিএনপির
ষড়যন্ত্রমুলক পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে,তার আইডির পোস্ট গুলো দেখে স্পষ্ট বুঝা যায় সে গুজবের জনক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল ও তাদের উত্তরসুরী,এমতাবস্থায় এই আইডিটার প্রকৃত ব্যক্তি কে সেটা উদঘাটন করে আইনের আওতায় আনার জন্য আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, আসা করি আইন শৃঙ্খলা বাহিনী খুব সহসাই গুজব রটনাকারী”মাহফুজুর রহমান শান্ত”নামের ফেইজবুক আইডি ব্যবহারকারী প ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক,জেলা বিএনপি চাঁদপুর।
আহবায়ক,জেলা তাতীদল চাঁদপুর।
সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড ও সাবেক প্যানেল মেয়র( ১)চাঁদপুর পৌরসভা। চাঁদপুর
“মাহফুজুর রহমান শান্ত” এই নামের এক জৈনিক দীর্ঘদিন যাবত তার এই নামের ফেক আইডি থেকে ৭নং ওয়ার্ড এর বিএনপির রাজনীতির সাথে জড়িত একাধিক ব্যক্তিদের নিয়ে ষড়যন্ত্রমুলক ভাবে মিথ্যা বানোয়াট হেয়মুলক পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে,তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা বিএনপির এাণ ও পূর্ণ বাসন বিষয়ক সম্পাদক ও জেলা তাতি দলের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলি আহামেদ সরকার কে নিয়েও আজে বাজে ষড়যন্ত্রমুলক পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে,তার আইডির পোস্ট গুলো দেখে স্পষ্ট বুঝা যায় সে গুজবের জনক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল ও তাদের উত্তরসুরী,এমতাবস্থায় এই আইডিটার প্রকৃত ব্যক্তি কে সেটা উদঘাটন করে আইনের আওতায় আনার জন্য তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। তিনি আসা করে আইন শৃঙ্খলা বাহিনী খুব সহসাই গুজব রটনাকারী”মাহফুজুর রহমান শান্ত”নামের ফেইজবুক আইডি ব্যবহারকারী এই আওয়ামী লীগের দালাল ষড়যন্ত্রকারী বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটনাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনবেন…
নিবেদক
“আলী আহমেদ সরকার”
ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক,জেলা বিএনপি চাঁদপুর।আহবায়ক,জেলা তাতীদল চাঁদপুর।
সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড ও সাবেক প্যানেল মেয়র( ১)চাঁদপুর পৌরসভা। চাঁদপুর