এম কে এরশাদ। পবিত্র জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে শান্তি ও সম্প্রতি সমাবেশ
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় চাঁদপুর পুরনো বাস স্টেশন জশনে জুলুসে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি, ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী।
তিনি বলেন আমাদের নবী আমাদের জন্য রহমত। আল্লাহর নিদের্শ পালন করা আমাদের জন্য ফরজ। এ জন্য আল্লাহর রহমত নবীকে পেয়ে আমরা খুশি এবং ঈদে মিলাদুন্নবী উদযাপন করি।
, ‘আহলে সুন্নাত ওয়াল জামা’আত কোরআন-হাদিসের বাহিরে কোন কথা বলে না। আমাদের দেশে বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠানের জন্মদিন পালন করা হয়। যারা নবীর জন্মদিন পালনে বিবুদ্ধে করে তারা ইসলামের বেইমান। জসনে জুলুশে মানে আনন্দময় শোভাযাত্রা। রাসুলে পাকের শুভাগমন উপলক্ষে করে আল্লাহর নির্দেশে খুশি উদযাপন করি। সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নবীর আগমনে খুশি উদযাপন করা। এক ধরনের মোনাফেকের দল মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু।
কোন ধর্মে আঘাত করা ইসলাম বলে নয় ইসলাম শান্তির ধর্ম। আপনারা জানেন বায়তুল মোকাররমের র মসজিদের ভিতরে সংঘর্ষ হয় দুই পক্ষের । মসজিদের ভিতরের এবাদত খানায় মারামারি কেমন ইসলাম পালন করছে তারা।
তিনি বলেন, ‘পৃথিবীতে অন্য কোন ধর্মের প্রতিষ্ঠাতা মানবতার শিক্ষা দেননি। আমাদের নবীজী মানবতার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, যারা অন্য ধর্মের মানুষের উপর আঘাত করবে তাদের কেয়ামতের দিন নবীজি সুপারিস করবেন না। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, তাদের ধর্মীয় পূজা-আর্চনা করবে। অন্য কোন ধর্মের মানুষের হৃদয়ে আঘত করার অধিকার ইসলাম কাউকে দেয়নাই।’
তিনি আরো বলেন, মাজার ভাঙচুর এবং কোআনের সাথে যারা বেয়াদবি করছে, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন করে ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলার সভাপতি ডক্টর এ কে এম মাহবুবুর রহমান ও অধ্যক্ষ আবু তাহের, মোঃ মনজুর আলম পাটোয়ারী, ফজলুল কাদের, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা গোলাম গাউস, ডক্টর এস এম হুজরতুল্লা, মাওলানা মোশারফ হেলাল, মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী, খাজা শরিফুল রহমান তাহেরী
মাওলানা আবু জাফর মাইনুদ্দিন, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান চিশতী চাঁদপুরী, পীরজাদা খাজা জুবায়ের আহমেদ, মাওলানা নোমান, অনুষ্ঠান পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা সমন্বয়ে লিয়াজ ও কমিটি মোঃ হুমায়ুন কবির, ও মোহাম্মদ মুহতাসিন বিল্লাহ, সহ এ সময় সমাবেশে দেশের শীর্ষস্থানীয় দরবার শরীফের সম্মানিত পীর মাশায়েখগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আহলে সুন্নাত ওয়াল জামাআতের লিয়াজ কমিটির কেন্দ্রীয় ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর আগমনে শহরে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আব্দুল করিম পাটোয়ারী সড়ক হয়ে কালিবাড়ি হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় বাসটেন এসে জসনে জুলুসে রেলিটি শেষ হয় । এরপর মিলাদ মাহফিল ও দোয়া মাধ্যমে সমাপ্তি হয়।