নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আশঙ্কা দেখা দিয়েছে। সাগর কিছুটা উত্তাল রয়েছে। এ অবস্থায় মাছ ধরতে যাওয়া জেলেরা অনেকেই উপকূলে ফিরে এসেছেন। ফিশিং ট্রলারগুলো উপকূলের সবচেয়ে বড় মৎস্য বন্দরের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এতে হতাশা আর উৎকণ্ঠা নিয়ে সময় পার করছেন উপকূলের হাজারো জেলে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে সমুদ্র থেকে আসতে শুরু করে মাছ ধরার ট্রলারগুলো। শুক্রবার দিবাগত রাত থেকে হঠাৎ দমকা বাতাস শুরু হওয়ায় আতঙ্কিত হয়ে তারা ফিরে আসতে শুরু করেন।