চাঁদপুর নৌ থানায় নবাগত অফিসার ইনচার্জের যোগদান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর নৌ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ হানিফ যোগদান করেছেন। ২২ সেপ্টেম্বর রাতে তিনি চাঁদপুর নৌ থানার দায়িত্ব বুঝে নেন।
মোহাম্মদ হানিফ ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ফেনী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক।
তিনি এর আগে ওসি হিসেবে সিলেট, সুনামগঞ্জ, মৌলবিবাজার, কুমিল্লার চৌদ্দগ্রাম ও বান্দরবানে সিনেমার সাথে চাকুরী করেছেন। চাঁদপুর নৌ থানার সাবেক ওসি মোঃ মুনিরুজ্জামান বদলী হওয়ায় তার স্থলে মোহাম্মদ হানিফকে দায়িত্ব দেয়া হয়।
চাঁদপুর নৌ থানার দায়িত্ব পেয়ে নবগতে ইনচার্জ মোহাম্মদ হানিফ বলেন, নদী বন্দর জেলা হিসেবে চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। ‌সামনে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান রয়েছে। মা ইলিশ রক্ষায় সকলের সহযোগিতার প্রয়োজন। রাষ্ট্রীয় সম্পদ ইলিশ রক্ষায় চাঁদপুর নৌ থানা পুলিশ সবসময় কাজ করবে। এছাড়া যাত্রী নিরাপত্তা ও হয়রানী রোধে সবসময় কাজ করা হবে। নৌপথ নিরাপদে রাখতে আমার উপর অর্পিত দায়িত্ব আমি শতভাগ পালানোর চেষ্টা করব। যে কোন প্রয়োজনে 01320-164540 এই নম্বরে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:২১)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১