চাঁদপুর প্রতিনিধি:
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ৮ জন শিক্ষক অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। ২৩ সেপ্টেম্বর সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ অধিশাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ জারি করা হয়।
চাঁদপুর সরকারি কলেজের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ হলেন সমাজকর্ম বিভাগের মুহাম্মদ ইয়াহ-ইয়া খান, গণিত বিভাগের মোঃ আনিছুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের শাহ মোঃ মাছুম বিল্লাহ, রসায়ন বিভাগের মোঃ দেলোয়ার হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের মোহাম্মদ বেদারুল আলম, ইংরেজি বিভাগের মোঃ আলী আজগর ফকির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া এবং বাংলা বিভাগের অমর চন্দ্র দাস।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ১২টায় পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কলেজ উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমানের সাথে দেখা করতে এলে তিনি তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান আশা প্রকাশ করেন, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা নিজেদের শ্রম ও মেধা দিয়ে চাঁদপুর সরকারি কলেজের চলমান শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং পদোন্নতি কার্যক্রমে যুক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।