চাঁদপুর জেলা বিএনপির সংবাদ সম্মেলনে দাবি : তথাকথিত স্মারকলিপি সম্পূর্ণ ভুয়া মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত

নিউজ ডেস্ক:

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লাহ সেলিম বলেছেন, আগামী পার্লামেন্ট নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হবেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। তাঁর দীর্ঘ রাজনীতির ত্যাগ, শ্রম ও সামাজিকতা জনগণ ও দলের নেতা-কর্মীদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। ছাত্র- জনতার বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের পর আমরা তাঁর নেতৃত্বে চাঁদপুরকে শান্ত রাখতে সক্ষম হয়েছি। এসব কারণে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমাদের দল ও নেতার নামে অপপ্রচার ও অপব্যাখ্যা দিয়ে তাঁর মান-সম্মানে আঘাত করছে। আমরা জানি, চাঁদপুরের মানুষ এবং সাংবাদিক সমাজ অত্যন্ত সচেতন। এসব অপচেষ্টা সফল হবে না, বরং যারা এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত তারাই একদিন অন্ধকারে নিক্ষিপ্ত হবে।

তিনি বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক যাতে পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্যে সুপরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র ভাইদের একাংশকে ভুল বুঝিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের মাধ্যমে ডিসি-এসপির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে প্রদত্ত তথাকথিত স্মারকলিপিটি সম্পূর্ণ ভুয়া মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ইনশাল্লাহ শেখ ফরিদ আহমেদ মানিকের গতিশীল নেতৃত্বে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি জয়লাভ করবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত চাঁদপুরের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপ্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ ও বিএনপি নেতা অ্যাডঃ জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী ও দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল।

উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর বার্তার সম্পাদক শহীদ পাটওয়ারী, চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, চাঁদপুর দর্পণের সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম (চৌধুরী ইয়াসিন ইকরাম), প্রেসক্লাব সদস্য মিজানুর রহমান, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু, আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর সময়ের নির্বাহী সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, চাঁদপুর দিগন্তের ইলিয়াসসহ অন্যরা।

এছাড়াও যুবদলের শাহজাহান কবির খোকা, ছাত্রদলের ইমান হোসেন, ইসমাইল হোসেন পাটোয়ারী সহ অন্য নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাভোকেট সলিম উল্লাহ সেলিম আরো বলেন, চাঁদপুরে আওয়ামী প্রেতাত্মারা কিশোর গ্যাং লাগিয়ে জেলা শিল্পকলা একাডেমীসহ

সরকারি সম্পত্তি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।কিন্তু শেখ ফরিদ আহমেদ মানিক সরকারি সম্পত্তি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রক্ষায় কাজ করেছেন। মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছেন। সেজন্যে মানুষের কাছে ছুটে গিয়েছেন। হিন্দু ভাইদের সাহস দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। শেখ ফরিদ আহমেদ মানিক যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্যে সুপরিকল্পিতভাবে ছাত্র ভাইদের ভুল বুঝিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা বলতে চাই, শুধু শেখ ফরিদ আহমেদ মানিকই নন তার নেতৃত্বে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি জয়লাভ করবে। আমরা বলতে চাই, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে যে স্মারক লিপিটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভুয়া। এই বানোয়াট স্মারকলিপির ওপর কারো কোনো বিশ্বাস নেই। কেননা এর একমাত্র কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য।

তিনি বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র ভাইদের ভালোবাসি। তাদের যে কোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি আমাদের সব সময় সমর্থন থাকবে। বৈষম্যবিরোধী আন্দোলনের ডাক যখন আবার দিবে তাদের সাথে থাকবো।কিন্তু তাদের বিভাজন-বিভক্তি আমাদেরকে খাটো করছে। ৫ আগস্টের বিপ্লবকে নস্যাৎ করছে, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কর্মকাণ্ডের উপরও আঘাত হানছে।আমরা মনে করি, মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক স্মারকলিপি একটি ষড়যন্ত্রের অংশ। এর কারণ পার্লামেন্ট নির্বাচন ও নিরপেক্ষ নির্বাচন।

সলিস উল্লাহ সেলিম বলেন, চাঁদপুরে এক সময় একটি রাজনৈতিক পরিবেশ ছিলো। কিন্তু গত ১৭ বছর এই পরিবেশটি পুরো বিনষ্ট করে দিয়েছে। আমরা সেই পরিবেশ ফিরিয়ে আনতে চাই।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (বিকাল ৫:৩৪)
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১