২৫ সেপ্টেম্বর ২০২৪: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর।
জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবে। এছাড়া পূজা উদযাপনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং, পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপন এবং বিশেষ টহলের ব্যবস্থা রাখা হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানান, “দুর্গাপূজার সময়ে যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ সতর্কতায় থাকব। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।”
চাঁদপুরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সকলকে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকবে পুলিশ।
এছাড়াও, বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছেন পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছেন।
এ সময় জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর, জনাব খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।