অনলাইন ডেস্ক : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা নীরু প্রাথমিক শিক্ষা পদক-২০২৪-এ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। এজন্যে চাঁদপুর জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও উপজেলা স্কাউট, চাঁদপুর সদরের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শিক্ষকতার পাশাপাশি হোসনে আরা স্কাউটিং-এর সাথে জড়িত। উডব্যাজ প্রাপ্ত চৌকস স্কাউটার হোসনে আরা স্কাউটিংয়ে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ স্কাউট জাতীয় সদর দপ্তর তাকে ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করে।
উল্লেখ্য, যেসব অ্যাডাল্ট লিডার এক টানা ২৫ বছর সক্রিয়ভাবে স্কাউটিং কার্যক্রমে সম্পৃক্ত থাকেন, তাদেরকে বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তর এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। হোসনে আরার নেতৃত্বে ২০০০ সালে আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ জন কাব সদস্য শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়।এটাই চাঁদপুর জেলার প্রথম শাপলা কাব প্রাপ্তির ঘটনা।