চাঁদপুরে হিলশা সিটি ওপেন স্কাউট গ্রুপের দশম প্রতিষ্ঠা বার্ষিকী ডে ক্যাম্প উদ্বোধন

 

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর জেলা শহরের হিলশা সিটি ওপেন স্কাউট গ্রুপের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর পুরাণ বাজার ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ৯ম বার্ষিকী ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিনব্যপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোশারফ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, স্কাউট একটি বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন।

সমাজের শিশু কিশোরদের সৎ, চরিত্রবান এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য স্কাউটিংয়ের বিকল্প নাই। বাংলাদেশের পরিবর্তিত অবস্থা এবং জনগণের আকাঙ্খার রাষ্ট্র ও সমাজ গঠনে স্কাউটরা অগ্রণী ভূমিকা রাখতে পারে। স্কাউটের প্রতিজ্ঞা ও আইনের প্রতিপালন স্কাউট জীবনে স্কাউটদের সৎ, পরোপকারী এবং সমাজসেবী হতে সাহায্য করে। স্কাউটিংয়ের পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হবার আহ্বান জানান।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, স্কাউটরা তাদের জীবনে স্কাউট থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগিয়ে নিজেদের সুনাগরিক এবং পরোপকারী হিসেবে গড়ে তুলতে পারে। আমি ততক্ষণ বেঁচে থাকতে চাই যতক্ষণ মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমি যখন পরিবর্তন হবো, তখন আমার এলাকা পরিবর্তন হবে, তখন সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন হলে দেশ ও জাতি পরিবর্তন হবে। আজ থেকে আমিও স্কাউট পরিবারের একজন সদস্য। আমি চাই তোমরা বড় হও স্কাউটকে নেতৃত্ব দাও।

তিনি আরো বলেন স্কাউটিংয়ের পাশাপাশি বাবা মায়ের সাথে ও ভালো ব্যাবহার করতে হবে।

হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কিণ্ডার গার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা, গ্রুপ সম্পাদক অধ্যাপক মোঃ ওয়ালিদ হোসেন, প্রোগ্রাম চীফ মোঃ শফিউল আলম। সভাপতিত্ব করেন গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি পিএম বিল্লাল।

উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এইচএম জাকির, জয়ন্তী ভৌমিক, নুরে আলম, আজহার জুম্মন, সহ-সভাপতি কামরুন নাহার বিউটি, মৃদৃল কান্তি দাস ও কোষাধ্যক্ষ মোঃ রাহাতউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করেন। অতিথিদের স্কাউট দীক্ষা প্রদান করেন প্রোগ্রাম চীফ মোঃ শফিউল আলম।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (বিকাল ৫:০৫)
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১