বিশেষ প্রতিনিধি:
দেশের পৌরসভা সমূহের সকল কাউন্সিলর অপসারণের সাথে সাথে সকল জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করে সরকার জেলা পরিষদ পরিচালনায় কমিটি গঠন করেছে।
যে কমিটিতে ইতোমধ্যে নিয়োজিত প্রশাসক সভাপতি ও সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদস্য সচিব থাকবেন। জেলা পরিষদ প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তার জন্যে এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন–জেলা পর্যায়ে কর্মরত স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সমাজসেবার উপ- পরিচালক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী।
এ সকল সদস্য অপসারিত জেলা পরিষদ সদস্যদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখার প্রজ্ঞাপন (নং ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.২০১১.১৪৪৫)-এ জেলা পরিষদ সংক্রান্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মোঃ হাবিবুর রহমান।