বগুড়ায় হিটলু হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার ধুনটে চাঞ্চল্যকর  হিটলু হত্যা মামলার মূল দুই আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেড়েরবাড়ী কাতলাহার বাজার থেকে ধুনটের বেড়েরবাড়ি সরদারপাড়া এলাকার দিরাজ সরদারের ছেলে এনামুল হক (৩৬) এবং একই এলাকার খলিলুর রহমানের ছেলে সুমন রহমান (২৮)কে গ্রেফতার করা হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল  এই মামলার এজাহার নামীয় আসামী নবাব আলী নিমগাছী ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য হিটলুকে বেশ কিছু লোকজন জমায়েত করতে বলে যে, এমপি আসবে লোকজন দেখাতে হবে। এই কথা শুনে হিটলু অনেক কষ্ট করে কিছু সংখ্যক মোটর সাইকেল ও লোকজন জোগাড় করে। এক পর্যায়ে এমপি ১০ এপ্রিল নিমগাছী না আসলে হিটলু আসামী নবাব আলীকে বলে যে, তাদেরকে মোটর সাইকেলের তেল দিতে হবে। এ নিয়ে আসামী নবাব আলীর সাথে হিটলুর বাকবিতন্ডা হয় । এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হন। পরে ১৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে আসামী নবাব আলীর হুকুমেই এনামুল হক ও সুমন রহমানসহ অন্যান্য আসামীরা পরস্পর যোগসাজসে ধারালো অস্ত্র দিয়ে হিটলুর পায়ের গোড়ালির রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরেরদিন দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের টাইরপাড়া এলাকার একটি কবরস্থান থেকে হিটলুর মরদেহ উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি বগুড়ার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের সিআইডি এর একটি চৌকস টিম জিজ্ঞাসাবাদ করছে । জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৯:৫৬)
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০