ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলট নিহত

যমুনা নিউজ বিডিঃ ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের এক বিমানবন্দরে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, নিহত দুই জন হলেন ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডে এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তভ।

দুই পাইলটৈ যখন হেলিকপ্টারটিকে অবতরণ করানোর চেষ্টা করছিলেন তখন এতে আগুন ধরে। এতে আরোহী দুই পাইলটই নিহত হন। হেলিকপ্টারটিতে কোনও যাত্রী ছিল না।

ছত্তিশগড় রাজ্যের সিনিয়র পুলিশ সুপারিন্ডেন্ট (এসএসপি) প্রশান্ত আগারওয়াল জানান, রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এক ফ্লাইং প্রাক্টিসের সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিস্কার নয়। কারণ নির্ধারণে ছত্তিশগড় সরকার এবং বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের তরফ থেকে বিস্তারিত যান্ত্রিক তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় নিহত পাইলটদের প্রতি শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৪:০১)
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০