হাজীগঞ্জে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ১৭ মামলার আসামি গ্রেফতার 

মো.মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জে ১৭ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামি হলেন হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের আলিপুর গ্রামের মৃত হাজী আমির হামজার ছেলে সাইদুজ্জামান মজুমদার শিমুল। জানা যায়, ব্রিকসফিল্ড এর মালিক শিমুল এলাকার বিভিন্ন মানুষের কাছে থেকে বিভিন্ন কৌশলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। যার কারনে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে আদালতে মোট ১৭ টি মামলা রুজু হয় যার নাম্বার -সিআর সাজা-২৫/১৯,সিআর সাজা-১০১/১৭,সিআর সাজা-১০০/১৭,সিআর সাজা-৪৫/১৭,সিআর সাজা -২২১/১৫,সিআর সাজা -১৪৭/১৫,সিআর সাজা-১৪৬/১৫,সিআর সাজা -১৪৮/১৫,সিআর সাজা -৪৬২/১৬, সিআর সাজা -১৮/১৯,সিআর সাজা-৩০৩/১৫,সিআর সাজা-৭৭/১৭,সিআর সাজা-২৬/১৯,মোট ১৩ টি মামলায় ০৯ বছর ০৬ মাস কারাদন্ড ও ৩,০৬,৭৫,৬১৫/-(তিন কোটি ছয় লক্ষ পঁচাত্তর হাজার) টাকা জরিমানা সাজাপ্রাপ্ত এবং সিআর-২৫/১৯,  সিআর২৬/১৯,সিআর-১৭১/১৫, সিআর-৭৭৪/২০।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ বলেন উক্ত আসামি দীর্ঘ দিন ধরে পলাতক ছিল পরিশেষে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ১৭ মে রাতে চট্টগ্রাম কুলশী থানা এলাকা হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১০:৩১)
  • ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১