চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী এড, মাহাবুব আলমের ইন্তেকাল 

শ্যামল সরকারঃচাঁদপুরের বিশিষ্ট  আইনজীবী ঘোষপাড়ার বাসিন্দা জেলা আইনজীবী সমিতির সদস্য  মোঃ মাহাবুব আলম ঘাতক ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।১৮ মে সকাল সাড়ে ১০ টায় তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।জানা যায়, মোঃ মাহাবুব আলম চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের মোল্লা বাড়ীর সন্তান। দু সন্তানের জনক মোঃ মাহাবুব আলমের পিতা ছিলেন ওই গ্রামের সজ্জন ব্যাক্তি মৃত শহিদুল্লাহ। ক্যারাটে শিক্ষক ও সজ্জন ব্যাক্তিত্ব।এ বিষয়ে মরহুম মোঃ মাহাবুব আলমের পরিবারের জানায় আজ বিকাল ৫ টায় চাঁদপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গনে তার ১ম জানাজা এবং শেষে রাত সাড়ে ৮ টায় মরহুমের নিজের রামপুর মোল্লাবাড়িতে ২য় জানাজ শেষ বাবার পাশে পারিবারিক কবর স্থানে তাঁকে চির নিদ্রায় শায়িত করা হবে।এদিকে মরহুম মোঃ মাহবুব আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী আইনজীবী নেতা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:৫৪)
  • ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ