ময়মনসিংহে চলন্ত ভ্যানে বিদ্যুতের তার পড়ে দুজনের মৃত্যু

এস.এম রুবেল আকন্দ:
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের সদর উপজেলা শম্ভুগঞ্জ এলাকায় চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে ভ‍্যান চালকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (২১ মে ২০২২ইং) শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে মহানগরীর ৩২নং ওয়ার্ড চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন মিন্টু মিয়া (৩৫)। সে নগরীর চর ঈশ্বরদিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে। আরেকজনের পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে নগরীর ৩২নং ওয়ার্ড শম্ভুগঞ্জ চাইনামোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, একজন যাত্রী নিয়ে ভ্যানচালক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ছিড়ে ওপরে পড়ে। এসময় ভ্যানগাড়ি উল্টে যায় এবং ভ্যানচালক বিদ্যুতের তারে জড়িয়ে পরে ছটফট করতে থাকে। তখর ভ্যান চালককে বাঁচাতে গিয়ে যাত্রী নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলেও জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৭:১৪)
  • ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০