ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও : বিএনপি’র চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন ইসলাম বাবুসহ অন্যান্যরা।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন জনগনের টাকায় পদ্মা সেতু নির্মাণ হলেও নিজের বলে দাবি করছেন অবৈধ সরকার। আর সেই সেতু থেকে সাবেক প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফেলে দেয়া হত্যার হুমকি যা কখনো মেনে নেয়া সম্ভব নয়।
অন্যদিকে রাস্ট্রের বাহিনীগুলোকে ব্যবহার করে জোর করে ক্ষমতা আকড়ে রেখেছেন। অবিলম্ব প্রদত্যাগের দাবি করেন তারা অন্যথায় আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি দেন তারা।
পরে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল বের করতে না পারলে। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা, পৌর, ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা।
জয় মহন্ত অলক

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১১:৩১)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১