পলাশে ৩ শতাধিক শিক্ষার্থী নিয়ে জিপ প্রজেক্টের ওয়ার্কশপ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে শিক্ষার্থীদের নিয়ে ”জেন্ডার ইক্যুইটি এন্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (GEEP) প্রজেক্টের সচেতনামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জনতা আদর্শ বিদ্যাপীঠে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।এতে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের সাথে ওই প্রজেক্টের মূল উদ্দেশ্য ও সচেতনতামূলক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। আলোচনা বিষয়বস্তু ছিলো-বাংলাদেশ ও পরিবেশ বিষয়ক সচেতনতা, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, বয়ঃ সন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, গুড টাচ ও ব্যাড টাচ, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী আত্মরক্ষা বিষয়ক সচেতনতা।এ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মাসুদ খান, জেন্ডার ইক্যুইটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রজেক্টের ঢাকা জোনের কো-জেলা লিডার নুরুন নেসা, নরসিংদী জেলা লিডার কাজী সুমাইয়া হোসেন হোসেইন, ভলান্টিয়ার হাসিনা বেগম, সানোয়ার হোসেইন, তাহমিনা ববি, শামীমা শাম্মী ও ইমন ফারাবি।শিক্ষার্থীরা জেন্ডার ইক্যুইটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম এর আয়োজনে দারুণ অনুপ্রাণিত হয়েছে। তাদেরই একজন ১০ম শ্রেণির শিক্ষার্থী মাঈশা খান জানান, এ ধরণের প্রোগ্রাম তাদের স্কুলে হওয়ায় কিছু নতুন বিষয়ে শিখতে পারলাম।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ৪:২১)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০