দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জ খাদ্য গুদামের আয়োজনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে ধান-চালের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত রেহানা, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ কামাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহম্মেদ মোস্তফা, বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকতা এস এম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ন- সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রিয়া সম্পাদক ব্যবসায়ী ইয়াসিন আলী প্রমুখ।
তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখহাসিনার সরকারের আমলে খাদ্য সম্পন্ন বাংলাদেশে কেউ না খেয়ে থাকে না। বর্তমানে বিপুল পরিমাণ খাদ্য মজুদ রয়েছে।
বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকতা এস এম মোস্তফা জানায় বীরগঞ্জ খাদ্য গুদামে ২৭ টাকা কেজি দরে ১২৯০ মেঃ টন ধান ও ৪০ টাকা কেজি দরে ১৬১৫ মেঃ টন চাল এবং উপজেলার দুটি খাদ্য গুদামে ২১৩৩ মেঃ টন ধান ও ২০০৫ মেঃ টন চাল ক্রয় করা হবে।