পলাশে সড়ক দুর্ঘটনায় তাপ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক নিহত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় ইটবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার (২৮ মে) সকাল সোয়া নয়টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার মৃত ওমর আলীর ছেলে। দেলোয়ার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ নং ইউনিটের প্রশাসনিক বিভাগের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে কাপাসিয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মস্থলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চরসিন্দুরের বালিয়া গ্রামে পৌঁছালে অপরদিক থেকে আসা ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পান দেলোয়ার।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রলিটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে যায়।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৭:১৭)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১