শেখ হাসিনাকে নিয়ে কুরুচীপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পিরোজপুরে মোমেন মোর্শেদ শুভ্র’র নেতৃত্বে প্রতিবাদ মিছিল

 

পিরোজপুর প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রিয় ছাত্রদলের নেতাকর্মীদের কুরুচীপূর্ণ অবান্তর বক্তব্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার (২৮ মে) সকালে পিরোজপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র’র নেতৃত্বে কলেজ রোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ক্লাব রোড়ে পথ সভায় মিলিত হয়। এসময় পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিরোজপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র’র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আজ পদ্মাসেতু নির্মান সম্ভব হয়েছে তার নেতৃত্ব দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই জতির পিতার যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে নিয়ে কোন প্রকার কুরুচীপূর্ণ অবান্তর বক্তব্যে পিরোজপুরের ছাত্রলীগ কখনো মেনে নেবে না। অবিলম্বে কেন্দ্রিয় ছাত্রদরের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা কুরুচীপূর্ণ অবান্তর বক্তব্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের মানুষের কাছে ক্ষমা না চায় তাহলে ছাত্রদলকে প্রতিহত করে এদেশ থেকে উৎখাত করা হবে। ছাত্রদলের যে কোন অরাজকতাকে প্রতিহত করতে পিরোজপুরের ছাত্রলীগ মাঠে থেকে কাজ করে যাবে।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১০:১৫)
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১