পলাশে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নে ২০ জন হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও জলাবদ্ধতা নিরসনে ৩৩টি আরসিসি পাইপ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, চলনা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন ও ইউপি সদস্য ফাতেমা বেগম দিপা।

উল্লেখ্য, চরসিন্দুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের এডিপির বরাদ্ধ দ্বারা এসব সেলাই মেশিন ও আরসিসি পাইপ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সন্ধ্যা ৭:২০)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০