admin
- বৃহস্পতিবার, জুন ২, ২০২২ / 12 বার পঠিত
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে নিভে গেল শিশুর প্রাণ প্রদীপ। বৃহস্পতিবার বিকালে উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত্য শিশুর নাম রিয়াদ হোসেন (৩)। তার পিতার নাম মোঃ শহীদুল ইসলাম। এলাকার স্থানীয়রা জানায়, খেলতে খেলতে শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে পুকুরের পানিতে মরদেহ দেখতে পায়। এ ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।