পলাশ (নরসিংদী) প্রতিনিধি : “একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (৫ জুন) দুপুরে পলাশ উপজেলা প্রসাশন আয়োজিত র্যালিটি পরিষদ সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে পরিষদ চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পিএএ- এর সভাপতিত্বে উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদের এস এ সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারসহ প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।