পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে জাতীয় দৈনিক যায়যায়দিন এর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার (৬ জুন) ফ্রেন্ডস ফোরাম নরসিংদীর পলাশ শাখার উদ্দ্যোগে এক র্যালি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি শরীফুল হক, যায়যায়দিন এর উপজেলা প্রতিনিধি, ফ্রেন্ডস ফোরামের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশাদউল্লাহ মনাসহ প্রেসক্লাবের সকল সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।