June 26, 2022, 7:57 pm
মো.মজিবুর রহমান রনি:
ভিসার মেয়াদ বাড়াতে অর্থ সংকটে পড়েন। ব্রাক এনজিও থেকে ঋণ উত্তোলন করতে গিয়ে মোটরসাইকেলের সাথে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রী সাথী আক্তারের। সোমবার সকালে হাজীগঞ্জ উপজলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া কাঁকৈরতলা সড়কে ভাতিজার মোটরসাইকেলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনার শিকার হন তিনি। ওই নারী মালিগাঁও গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ীও একই এলাকার পশ্চিম রাজ বাড়ি। সাত বছরের এক ছেলে রেখেন এই গৃহবধূ। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ওই গ্রামের তার ভাতিজা পারভেজের মোটারসাইকেলের পিছনের সিটে বসে সাথী আক্তার। ওয়ারুক বাজারে ব্রাক এনজিও থেকে টাকা তুলতে যায়। পথে মোটরসাইকেলে তার বোরকা পেঁছিয়ে মাটিতে লুটিয়ে পয়ে পড়েন। ঘটনাস্থল তার মৃত্যু হয়। হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিকী ছবি হবে