ফুলবাড়ী শহরের শোভা বর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেছেন পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভা কার্যলয়ের প্রধান ফটকে,শহরের প্রধান প্রধান সড়কে সবুজ প্রকৃতি ও শোভা বর্ধন করন কর্মসূচির অংশ হিসেবে ফুল গাছ রোপন করে এই বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব সৈয়দ মোহাম্মদ আলী মিরু,পৌর নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী,প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,মমতাজুর রহমান পারভেজ,হারান দত্ত,মাজেদুর রহমান প্রমুখ।
এসময় পৌর মেয়র মাহমুদ আলম বলেন,ফুলবাড়ীকে ফুলের মত সাজাতে,সবুজ প্রকৃতি ও শোভা বর্ধনের লক্ষে পৌর শহরের প্রধান প্রধান সড়কের পাশে এই ফুল,ফলদ ও ঔষধী গাছ রোপন করা হচ্ছে। এতে শহরের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে,পাশাপাশি প্রাকৃতিক ভারসম্য ঠিক থাকবে।
পৌর সভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী বলেন, ২০২১-২০২২ অর্থ বছরের এডিপি তহবীল থেকে এক লাখ ৯৯ হাজার টাকা ব্যায়ে উন্নত জাতের ফুল ও ফলদ ও ঔষধী গাছের ৩০০টি চারা রোপন করা হচ্ছে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৭:৫২)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০