মো.মজিবুর রহমান রনি :
হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়নের
কাঁকৈরতলা ইসলামিয়া আলীম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।দাখিল(এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে রোববার (১২ জুন ) সকাল ১১টায় মাদ্রাসার মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন সভাপতিত্বে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষানুরাগি ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল। বিশেষ
অতিথীদের বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম, কাঁকৈরতলা জনতা কলেজের সহকারি অধ্যাপক মো. কবির হোসেন।
শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী হাফেজ মো. মোজাম্মেল হোসেন
হামদ নাত পরিবেশন করেন ফাতেমা আক্তার
আলোচনা সভা শেষে পরিক্ষার্থী ও সকল মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। অুনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন িভাইস প্রিন্সিপাল মনিরুজ্জামান, সহকারি অধ্যাপক একেএম শামছুল আলম, আবদুল কুদ্দুস মাস্টার, মো: আবু ইউসুপ, মো: ইকবাল হোসেন। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার, তানিয়া আক্তার, শাহীদা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মো: মজিবুর রহমান।
অনুষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরদের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
ক্যাপশন: অনুষ্ঠানে বক্তব্য রাখছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি খালেকুজ্জামান শামিম।