চিলমারীতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কুটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সমবার সন্ধ্যা ৭টায়, রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারে, বাংলাদেশ যুব হিযবুল্লাহ চিলমারী শাখার উদ্যোগে, জোড়গাছ পুরান বাজার জামে মসজিদের সামনে থেকে একটি র্্যালী বের হয়। পরে র্র্যালীটি পুরাতন বাজার হয়ে নতুন বাজারের সব অলি-গলি প্রদক্ষিণ করেন এবং র্র্যালী শেষে প্রায় আধ ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে কুটুক্তিনেতাকর্কারী ভারতের ক্ষমতাশীন দল বিজেপি নেতা নুপুর শর্মা ও তার সহকারী নবীন কুমার জিন্দালের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, কুড়িগ্রাম জেলা শাখার সহঃ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব হিজবুল্লাহ, চিলমারী শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্কারী মোঃ শরিফুল ইসলাম মুরুব্বীসহ চিলমারী উপজেলা শাখার সকল নেতাকর্মী ও ওলামায়ে কেরামসহ শতশত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, চিলমারী শাখার সভাপতি আ,জ,ম, রবিউল ইসলাম রসুলপুরী।

মোঃ হাবিবুর রহমান।

চিলমারী, কুড়িগ্রাম।

মোবাঃ ০১৭৫০-৫০২৬৬১.

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (বিকাল ৩:০৮)
  • ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০