শ্যামল সরকারঃ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ কে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছে।জানাযায় জননেতা নির্মলরঞ্জন গুহ গত ১৩ জুন থেকে গুরুতর অসুস্থ, তিনি হাটঅ্যাটাক করে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তিনি কখনও তার শারিরীক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে কখনও অবনতি হচ্ছে এমতাবস্থায় চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে ১৬ জুন সকাল সাড়ে ১১টায় তাকে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুর মাউন্টএলিযাবেথ হাসপাতালে , এ ব্যাপারে আজ বুধবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সূত্রে এ তথ্যটি নিশ্চিত হওয়া যায। এদিকে গতকাল ১৫ জুন রাতে এ তথ্যটি নিশ্চিত করেন রাহুল দাস উপদপ্তর সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাঃসম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল। এ সময় কেন্দ্রীয় সভাপতির আশু রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।