ঠাকুরগাঁও : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা ইউনিটের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইউনিটের সভাপতি এডভোকেট সৈয়দ আলম,
সাধারণ সম্পাদক এডভোকেট এনতাজুল হক,
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হালিম, সহ জেলা ইউনিটের আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন একজন সাবেক প্রধানমন্ত্রী কে এভাবে আটকে রেখেছে। তাকে বিদেশে চিকিৎসা করতে যেতে দিচ্ছে না তারা।
অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইনজীবীরা।
জয় মহন্ত অলক
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি