শ্যামল সরকারঃচাঁদপুর পুরানবাজার হরিসভামন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী রাধা মদনমোহন মন্দির এর পূর্ণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, ১৭ জুন দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ভোধন করেন শ্রী সুভাষ চন্দ্র রায় সভাপতি হরিসভা মন্দির কমপ্লেক্স পুরান বাজার সভাপতি পুজা পরিষদচাঁদপুর জেলা, এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তমাল কুমার ঘোষ, সাধারন সম্পাদক পুজা পরিষদ, রাধামদনমোহন মন্দির কমিটির সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা, গোপাল চন্দ্র সাহা, পরিচালক চেম্বার, পরেশ চন্দ্র মালাকার সভাপতি রামঠাকুর মন্দির কমিটি, শিমুল সাহা, অমিত সাহা, টিটু সাহা,শম্ভু সাহা,নেপাল সাহা রনজিৎ সাহা,তাপস রায়,লিটন সাহা, টুটন বনিক,কাত্তিক সরকার, প্রমোদ দাস সহ হরিসভা মন্দির কমিটির সকল সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিপুলসংখ্যক ভক্তমন্ডলী সহ সমাজের গর্নমান্য ব্যাক্তি বর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রচ্ছদ » জাতীয়,লীড নিউজ,সারাদেশ » পুরানবাজার হরিসভা মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী রাধামদনমোহন মন্দিরের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন
আপডেট টাইম : শনিবার, জুন ১৮, ২০২২, ১২০ বার পঠিত

দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- মঙ্গলবার (রাত ৪:২৩)
- ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
- ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
- ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)