মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্বকার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহামুদ আলম লিটন,সরকারী কলেজের অধ্যক্ষ মো.শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মিজানুর রহমান,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. হাসিনা ভূইয়া,উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রেক্টর মো.মোফাখেরুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আতিকুর রহমান,সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান মিঞ্চা,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক মো.আব্দুল আলীম সরকার প্রমুখ।
উপজেলা পর্যায়ে ফাইল খেলায় বালক দলের শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইফিকারে ০৩-০১ গোলে পরাজিত করে দাদুল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ের শিরোপা অর্জন করে এবং বালিকা দলে পলাশি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০৩-০ গোলে পরাজিত করে এলুয়াড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়
বিজয়ের শিরোপা অর্জন করেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: