শ্যামল সরকারঃচাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের ১০৬৬ জন ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবি পন্য বিতরন করা হয়েছে।
গতকাল ২২ জুন বুধবার দুপুর ২ টায়, জেলা প্রশাসক কামরুল হাসান টিসিবি পন্য বিতরন কার্যক্রম উদ্বোধন কালে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশে ১ কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে খাদ্য উপকরন দেওয়ার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে দ্বিতীয় ধপায় চাঁদপুরে ২৫ টি টিসিবি ডিলারের মাধ্যমে ১৫৯ টি কেন্দ্রে ১ লক্ষ ৪৫ হাজার ১ শ ৪৭ জন কে খাদ্য সহায়তা দেওয়া হবে। আজ ( গতকাল) থেকে শুরু হয়ে আগামী ৪ জুন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সহকারী কমিশনার (ভুমি)
মুহাম্মদ হেলাল চৌধুরী, ট্যাগ অফিসার মানছুর আহমেদ, ৫ নং রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউপি সচিব মোহাম্মদ রকিবুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির হোসেন ও ইউপি সদস্যরা সহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।