ফুলবাড়ীতে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি:
দিনাজপু‌রের ফুলবাড়ী‌তে ২০২১-২২ অর্থ বছ‌রে খরিফ-২/২০২২-২৩ মৌসু‌মে কৃ‌ষি প্র‌ণোদনা কর্মসূ‌চীর আওতায় রোপা আমন ধান চা‌ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক‌দের মা‌ঝে ‌বিনামূ‌ল্যে বীজ ও রাসায়‌নিক সার বিতরণ করা হ‌য়ে‌ছে।
উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে মঙ্গলবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপ‌জেলা চত্ত্ব‌রে বিনামূ‌ল্যে এই বীজ ও রাসায়‌নিক সার বিতরণ হয়।উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষি‌বিদ রুম্মান আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উ‌দ্দিন। এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন কা‌জিহাল ইউ‌পি চেয়ারম্যান মা‌নিক রতন, খ‌য়েরবা‌ড়ি ইউ‌পি চেয়ারম্যান এনামুল হক, কৃ‌ষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান প্রমুখ। উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষিবীদ রুম্মান আক্তার জানান, উপ‌জেলার সাতটি ইউনিয়ন এবং একটি টৌর সভায়মোট ৪৯০জন ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষ‌কের মা‌ঝে জনপ্র‌তি রোপা আমন ধা‌নের বীজ ৫‌কে‌জি, ডিএ‌পি ১০কে‌জি, এমওপি ১০কে‌জি ‌বিনামূ‌ল্যে পর্যায়ক্র‌মে বিতরণ করা হ‌বে। কৃ‌ষি প্র‌ণোদনার আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

প্রেরক

মেহেদী হাসান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৬:০৮)
  • ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ