মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান মরহুম মোতাহার হোসেন রতনের মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান করেছে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি কর্তৃপক্ষ।
ইউসিসির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মসজিদে বাদ যোহর এই মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি অহিদুল ইসলাম পাটওয়ারী, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আকবর হোসেন মনির , সমিতির পরিচালক মামুনুর রহমান পাটওয়ারী, বিল্লাল হোসেন গাজী, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবু তালেব সর্দার, মোতাহের হোসেন রতনের পুত্র তানভীর হোসেন, রবিউল হোসেন, সৈয়দ আহমেদ জিন্নাহ, সাব্বির হোসেন, ফিরোজ আলম প্রমুখ।