সাভারে শিক্ষক হত্যা: শিক্ষার্থীর বাবা কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ

সাভারের আশুলিয়ায় স্ট্যাম্পের আঘাতে শিক্ষক উৎপল কুমার সরকারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার চারদিন পর আজ বুধবার (২৯ জুন) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, অভিযুক্তের বাবা উজ্জলকে কুষ্টিয়া জেলা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছি আমরা। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত শনিবার (২৫ জুন) দুপুর দুইটার দিকে ওই স্কুল মাঠে শিক্ষককে স্ট্যাম্প দিয়ে নির্মমভাবে মারধর করে অভিযুক্ত শিক্ষার্থী জিতু।

ঘটনার দিন গত শনিবার মেয়েদের খেলা চলার সময় অভিযুক্ত শিক্ষার্থী প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় বসে খেলা দেখছিল। হঠাৎ ভবন থেকে নিচে নেমে মাঠের পাশে থাকা শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে সে।

ওই সময় গুরুতর আহত শিক্ষক উৎপল কুমার সরকারকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৮:৫২)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০