শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা ও ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী( কঃ)এর চন্দ্র বার্ষিক ফাতেহা উপলক্ষে মাসিক তাওয়াল্লাদে গাউছিয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।২৯জুন বুধবার বাদে মাগরীব রশিদর পাড়া হাট খোলা বাজারস্থ খানকা শরীফে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল নবী মেম্বার।দপ্তর সম্পাদক মুহাম্মদ নাহিদ উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম।প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান রশিদর পাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দীন মাইজভাণ্ডারী। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন, উপদেষ্টা মুহম্মদ আবদুল মন্নান,মুহাম্মদ ফোরকান চৌধুরী, মুহাম্মদ নূরুল হক চৌধুরী,মুহাম্মদ ফজল কাদের, মুহাম্মদ হারুন,মুহাম্মদ কাউছার,মুহাম্মদ আরফাত প্রমূখ।