শিক্ষক হত্যার প্রতিবাদে মতলব উত্তরে মাধ্যমিক শিক্ষকদের মৌন মানববন্ধন 

নাঈম মিয়াজী  :
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি স্কুলছাত্র ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আশরাফুল ইসলাম জিতু (১৯) কে  সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ৩০ জুন দুপুরে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবার পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে মৌন মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা মৌন মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্ৰহন করে।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন, সুজাতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজালাল, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্লাহ,ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমেদ, হাজী মইনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শিকারিকান্দী আকবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান,পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির আহমেদ,সপ্তগ্ৰাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ১:৩৯)
  • ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০