সোনারগাঁয়ে বসছে কোরবানির হাট, উঠতে শুরু করেছে গরু-ছাগল

মাজহারুল রাসেল : সারাদেশের ন্যায় সোনারগাঁও উপজেলায় বসতে শুরু করেছে কোরবানির হাট। উঠতে শুরু করেছে গরু-ছাগলসহ গবাদি পশু। উপজেলার হাট গুলোতে কোথায় কোথায়ও হাট বসলে পশুর যোগান কম। কোথাও আবার হাট বসানোর শেষ সময়ের প্রস্তুতি চলছে।
যেসব অস্থায়ী পশুর হাট বসানো হবে তার মধ্যে রয়েছে অলিপুরা বাজার কবরস্থান সংলগ্ন অস্থায়ী গরু, আলমদী কালভার্ট সংলগ্ন হারুনের মাঠ অস্থায়ী গরু, রিলায়েন্স হাউজিং এর খোলা মাঠে অস্থায়ী গরুর হাট, বস্তল এম্পিয়ার ষ্টীল মিল সংলগ্ন মাঠ অস্থায়ী গরুর, হাট শিলাব বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, তালতলা বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, ধন্ধির বাজারের দক্ষিন পার্শ্বে চরনোয়াগাঁও বালুর মাঠে অস্থায়ী গরু, বৈদ্যেরবাজার বালুর মাঠ সংলগ্ন অস্থায়ী পশুর হাট, মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, মঙ্গলেরগাঁও গিয়াস উদ্দিন সাহেবের বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, খুলিয়াপাড়া মিলন মিয়ার বালুর মাঠ অস্থায়ী গরুর হাট, হোসেনপুর করবস্থান সংলগ্ন বিল্লাল বেপারীর বাড়ীর পার্শ্বে অস্থায়ী পশুর হাট, চর কিশোরগঞ্জ বালুর মাঠ প্রাঙ্গনে অস্থায়ী পশুর হাট, বারদী ইউনিয়নের ফুলদী বাগেরপাড়া বিলকী বাড়ী আমিন মেম্বারের বালুর মাঠ অস্থায়ী পশুর হাট, নয়াপুর বাজারের পিছনে বাচ্চু মেঘারে আম বাগানে অস্থায়ী পশুর হাট।
এই ১৫টি অস্থায়ী হাটের বাইরে সোনারগাঁও পৌরসভার মুন্সীরাইল বাজারে আরও একটি পশুর হাট কয়েক বছর ধরে বসছে। এ হাটের অনুমোদন দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ১৫টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উপজেলার আনন্দবাজার ও কাইকারটেকে দুটি বৃহত্তর স্থায়ী পশুর হাট রয়েছে।
তবে জেলা-উপজেলা পর্যায়ের হাটগুলো ধীরে ধীরে জমে উঠছে। সেখানে মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদাই বেশি। ভিড় জমাচ্ছেন ব্যাপারী আর ক্রেতারা।দামটা এবার বেশ চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। গো-খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধিসহ নানা কারণ দেখাচ্ছেন বিক্রেতারা। বেশিরভাগ ক্রেতাই হাট ঘুরে যাচাইবাছাই করছেন। যেসব জায়গায় হাট বসেছে সেগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (বিকাল ৪:৩৫)
  • ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১