সিলেট-সুনামগঞ্জে বন্যার্ত রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যখাতও প্রায় ভেঙ্গে পড়ে।এই ধরনের মানবিক বিপর্যয় মোকাবেলায় সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন গ্রামে বন্যা কবলিতশত শত গরিব,অসহায়, সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট।গত ২ জুলাই শনিবার থেকে এ কার্যক্রম শুরু করেন এ ট্রাস্ট।সিলেটের দোয়ারাবাজারস্থ শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীনে পরিচালিত স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র“গাউসুল আযম মাইজভাণ্ডারী দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে এসব বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে।দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ জানান,বন্যার্তদের জন্য জরুরী এই চিকিৎসা সেবা ক্যাম্প পুরো মাস জুড়েই চলবে। ইতিমধ্যে কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।এই কার্যক্রম চলমান রয়েছে।এছাড়ও সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের একটি প্রতিনিধি দল।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৬:৫৬)
  • ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১