কুষ্টিয়া দৌলতপুরে মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

দৌলতপুর প্রতিনিধি #
“বিভেদ নয় ঐক্য, বন্ধুত্ব মোদের লক্ষ্য” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন শেষে ওই ব্যাচের শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাংবাদিক রোকন বিশ্বাসের সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাঃ মোঃ নাজমুল হোসাইন (সাগর), ইখতিয়ার হোসেনসহ অন্যান্য সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের গভনিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম হালসানা, মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন, আদাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আরিফুল ইসলাম। প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বাঁধের বাজার গোরস্থান মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ। উপস্থিত সকল সাবেক শিক্ষার্থীদের পরিচয় পর্ব, শিক্ষক ও অতিথিদের সম্মাননা গিফট বিতরণ করা হয়। বিকেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের সংগীত পরিবেশন করেন। এছাড়াও উৎসব মুখর পরিবেশে বন্ধু-বান্ধবীদের মধ্যে হাঁড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়।
 
 
রোকনুজ্জামান কুষ্টিয়া 

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ৮:২৯)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০