যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন হয়েছে ঝিকরগাছার পেন ফাউন্ডেশন

 

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : দেশের ৬৪ জেলার ৫০টি শ্রেষ্ঠ যুব সংগঠনসহ মোট ৮৯০টি যুব সংগঠনের মধ্যে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন হয়েছে ঝিকরগাছার পেন ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ ক্যাপটেন শেখ কামাল অডিটোরিয়ামে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন হওয়ায় ঝিকরগাছার পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ এর হাতে অনুদানের চেক ও সনদ প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (এমপি) মোঃ জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবেক সিনিয়র সচিব ড. মোঃ জাফর উদ্দীন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আজহারুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (ঢাকা) এর অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী।
উল্লেখ্য, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ যুব উন্নয়ন অধিদফতরের তালিকাভূক্ত স্বেচ্ছাসেবী ও সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত সংস্থা পথফাইন্ডার টু ইমপাওয়ারমেন্ট অব নেশান পেন ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে নারী ও শিশুদের পাচার প্রতিরোধ কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম, স্বাস্থ্যসম্মত পায়খানা (স্যানিটেশন), প্রতিবন্ধীদের পুনর্বাসর কার্যকম, দল গঠন ও সঞ্চয় মনোভাব সৃষ্টির কার্যক্রম, এইডস প্রতিরোধ প্রকল্প, বন্যার্থদের সাহায্য প্রদান, মৎস্যচাষ ও হাঁস মুরগী পালন প্রকল্প, বনায়ন ও নার্সারী কর্মসূচী, ধুমপান ও মাদক বিরোধী কার্যক্রম, বিভিন্ন দুর্যোগ মোকাবেলার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন সহ বিভিন্ন স্বেচ্চাসেবী কার্যক্রম পরিচালনা করছে। তিনি সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরীতে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ জয়িতা ২০১৭” নির্বাচিত হন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা কর্তৃক “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০” এ টপ ৫০ নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ৯:৩৫)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০