মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি, গ্রীন বাংলা নিউজ, ভোলা, বরিশাল, বাংলাদেশ।
সন্ত্রাসবাদী ভোলা জেলার সন্ত্রাসবাদী চরফ্যাশন উপজেলার চরফ্যাশন পৌরসভার চরফ্যাশন বাজার সদরের ব্রজগোপাল টাউন হলে সরকারী অফিসিয়াল কর্ম সময়ে বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রীর গৃহদান কর্মসূচীর অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনাড়ম্বর অনুষ্ঠানে অসংখ্য উপকারভোক্তাদের উপস্থিতি ঘটেছে বলে বক্তারা দাবী করেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান উক্ত অনুষ্ঠানের গুরু দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে আইন-শৃংঙ্খলা বাহিনীর যথাযত দায়িত্বও পালিত হতে দেখা গেছে। কয়েকজন উপকারভোগীর সাথে আলাপ করে জানা গেছে যে তারা সরকারী ঘর পেয়ে সন্তুষ্ট। ইংরেজী 1967 সালে পাকিস্থান সরকারের আমলে এস এস সি পাশ করা চরফ্যাশনের অনেক হাল বাসিন্দাগন ব্যক্ত করতে চাচ্ছে যে, উক্ত গৃহদানে ব্যাপক অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি ও টাকার লেনদেন হয়েছে। সরজমিনে উহার কোন সত্যতা খুঁজে পাওয়া যায় না। সরকারী খাস জমি বিতরনে ভোলা জেলার সকল উপজেলাতেই ব্যাপক অনিয়ম দৃশ্যমান হলেও মাননীয় প্রধান মন্ত্রীর গৃহদানে তেমন বৃহৎ কোন দূর্নীতি ভেসে উঠবে না। তবে সরকারী এহেন কর্মসূচীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকেরা বরাবরের মতই সমালোচনা করা থেকে থামছে না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ময়দানে কোনভাবেই আশ্রয় তৈরী করতে না পেরে বঙ্গোপসাগরের সোয়াচ অফ নোগ্রাউন্ড (যেখানে – প্রায় চার হাজার তলার বিশাল বিল্ডিং তৈরী করা যায়) এ ফ্ল্যাট তৈরী করে
তারা (বিএনপি)ও কোনভাবেই বাংলাদেশের কোন গৃহহীন নাগরীককে আশ্রয় দিতে দেখা যাচ্ছে না। ছবিতে অনুষ্ঠানের উপস্থিতি।